ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চীনা দম্পতিকে গুপ্তচর হিসেবে নিয়োগ দিয়েছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা, অভিযোগ বেইজিংয়ের
অনলাইন ডেস্ক

ব্রিটিশ গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে  গুরুতর অভিযোগ এনেছে বেইজিং। শি জিনপিংয়ের দেশের দাবি, এক চীনা দম্পতিকে গুপ্তচর হিসেবে নিয়োগ করেছে যুক্তরাজ্যের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা। 

চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের দাবি, অর্থের লোভ দেখিয়ে দুই রাজ্যের দুজন কর্মীকে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬ গোয়েন্দা সংস্থা নিয়োগ দিয়েছে। 

ওই দুই ব্যক্তি হলেন ওয়াং এবং তার সঙ্গী ঝাউ। দুই সপ্তাহ আগে চীনের বিরুদ্ধে দুই ব্যক্তিকে গুপ্তচর হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ এনেছিল ব্রিটেন।  

যুক্তরাজ্য দাবি করেছিল, ওই দুই ব্যক্তি চীনের কাছে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, নোট এবং আর্টিকেল সরবরাহ করবে। তবে চীন সরাসরি এই অভিযোগ প্রত্যাখান করেছে।

এদিকে ওয়াং ও ঝাউ দম্পতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি চীন। শুধু বলছে, তদন্তের মাধ্যমে তারা এমন তথ্য পেয়েছে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর