ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চলছে ভোট গণনা: বিজেপি কার্যালয়ে পুরি-লাড্ডু তৈরির ধুম, কংগ্রেসের ছোলে-ভাটুরে
অনলাইন ডেস্ক

দেড় মাসেরও বেশি সময় ধরে চলা ভারতে নির্বাচনী কর্মকাণ্ড শেষে এবার শুরু হয়েছে ভোট গণনা। বিজেপি নাকি কংগ্রেস, এনডিএ জোট নাকি বিরোধী ইন্ডিয়া জোট; এই লোকসভা নির্বাচনে কারা বিজয়ী হয়ে নতুন সরকার গঠন করবে সেটা জানা যাবে আজই। স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) এই ভোট গণনা শুরু হয়। 

এই নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দল কংগ্রেস। এই আত্মবিশ্বাস থেকে বিজেপি ও কংগ্রেস উভয় দল ইতিমধ্যে নিজ নিজ দলীয় কার্যালয়ে উদযাপন শুরু করে দিয়েছে।

নির্বাচনে দল বিপুল বিজয় অর্জন করতে যাচ্ছে- এমন প্রত্যাশায় উদযাপনের আমেজে চলে গেছে বিজেপি। এর অংশ হিসেবে নয়াদিল্লিতে বিজেপির কার্যালয়ে প্রচুর পরিমাণে পুরি ও লাড্ডু তৈরি করা হচ্ছে। অন্যদিকে, বিরোধী কংগ্রেসের সদর দপ্তরেও উৎসবের আমেজ লেগে গেছে। সেখানে দেদার ছোলে ভাটুরে তৈরি করা হচ্ছে।

লোকসভা নির্বাচন গত ১৯ এপ্রিল শুরু হয়। শেষ হয় ১ জুন।

সূত্র: ইন্ডিয়া টুডে

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর