ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভোট গণনায় বিরোধী কর্মীদের অংশগ্রহণ থেকে দূরে রাখার অভিযোগ অখিলেশের
অনলাইন ডেস্ক

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল আটটায় এই ভোট গণনা শুরু হয়। গণনা শেষে আজ ৫৪৩ আসনে ফল ঘোষণা করা হবে। তবে ফল ঘোষণার আগে সিসিটিভি ফুটেজ দেখিয়ে নানা অভিযোগ তুলে ধরেছেন ভারতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ–সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছেন অখিলেশ। 

এক্স পোস্টে অখিলেশ লিখেছেন, মির্জাপুর, আলিগড়, কনৌজসহ উত্তর প্রদেশের অনেক জেলায় জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসন অবৈধভাবে বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের গৃহবন্দী (নজরবন্দী) করে রেখেছে; যেন তারা ভোট গণনায় অংশ নিতে না পারেন। মাননীয় সুপ্রিম কোর্ট, ভারতের নির্বাচন কমিশন, উত্তর প্রদেশের প্রধান নির্বাচন কর্মকর্তা, পুলিশপ্রধান, উত্তর প্রদেশ পুলিশের মহাপরিচালক, উত্তর প্রদেশ পুলিশের উচিত অবিলম্বে এ ঘটনার সত্যতা যাচাই করা।

৫৪৩ আসনে সাত ধাপে লোকসভা ভোট অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভোট পর্ব। শেষ হয় ১ জুন। আজ একযোগে গোটা ভারতের ৫৪৩ আসনে ফল ঘোষণা করা হবে। 

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর