ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রায়বেরেলি ও ওয়েনাডেতে এগিয়ে রাহুল
অনলাইন ডেস্ক

ভারতে লোকসভা নির্বাচনের ফল গণনা চলছে। ক্ষমতাসীন এনডিএ নাকি বিরোধী ইন্ডিয়া জোট- এ প্রশ্নে সংবাদমাধ্যমের দিকে তাকিয়ে আছেন কোটি কোটি মানুষ। মঙ্গলবার সকালে ভোট গণনা শুরু হওয়ার পর প্রাথমিকভাবে যে ফল পাওয়া যাচ্ছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জোট এনডিএ এগিয়ে আছে। এদিকে, রাহুল গান্ধী দু'টি সিটে এগিয়ে রয়েছেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভার রায়বেরেলি ও ওয়েনাড আসনে এগিয়ে আছেন। রায়বেরেলি আসনটি উত্তর প্রদেশে অবস্থিত। আর ওয়েনাড আসনটি অবস্থিত কেরালায়।

ভোট গণনার প্রাথমিক পর্যায়ে রায়বেরেলি ও ওয়েনাডে রাহুলকে এগিয়ে থাকতে দেখা যায়। ওয়েনাডের বর্তমান সংসদ সদস্য রাহুল। ভোট গণনার প্রাথমিক পর্যায়ে তিনি ১০৩ ভোটে এগিয়ে ছিলেন। ওয়েনাডে বিজেপির প্রার্থী কে সুরেন্দ্রন। তিনি কেরালার দলীয় প্রধান। এখানে সিপিআইয়ের প্রার্থী অ্যানি রাজা।

অন্যদিকে কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত রায়বেরেলি। এখানে প্রাথমিক পর্যায়ে পোস্টাল ব্যালট গণনায় বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিংয়ের চেয়ে এগিয়ে ছিলেন রাহুল।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর