ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অচেনা পিচ! এক লাখের বেশি ভোটে পরাজিত হচ্ছেন দিলীপ
অনলাইন ডেস্ক
দিলীপ ঘোষ

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে ১ লাখের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হতে যাচ্ছেন দিলীপ ঘোষ।

দিলীপ পশ্চিমবঙ্গের মেদিনীপুর কেন্দ্রের প্রতিনিধিত্বকারী বর্তমান সংসদ সদস্য। তিনি বর্তমানে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্যতম জাতীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দেড় মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনি কার্যক্রম শেষে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। নির্বাচনে হাতের তালুর মতো যে কেন্দ্র তার চেনা, সেখান থেকে সরিয়ে এনে তাকে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করেছিল বিজেপি। সংসদীয় এলাকা মেদিনীপুরে প্রচার শুরু করার পরেও দলের সেই সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন দিলীপ। কিন্তু শেষ পর্যন্ত অচেনা পিচেই হেরে যাচ্ছেন তিনি। এক লাখের বেশি ভোটে জিততে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ।

প্রাথমিক তথ্য বলছে, পশ্চিমবঙ্গে ৩০টি আসনে তৃণমূল কংগ্রেস ও ১২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। 

গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভোট পর্ব। শেষ হয় ১ জুন। ভোট গণনা শেষে আজ একযোগে গোটা ভারতের ৫৪৩ আসনে ফল ঘোষণা করা হবে।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর