ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভারতের নির্বাচনে ১৭৪ আসনের চূড়ান্ত ফল: বিজেপি ৯৫, কংগ্রেস ৪১
অনলাইন ডেস্ক
ক্ষমতাসীন বিজেপি নেতা নরেন্দ্র মোদি (বামে) ও বিরোধীদল কংগ্রেস নেতা রাহুল গান্ধী

ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা চলছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। ফল ঘোষণা শুরু হয় বিকাল থেকে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা) রিপোর্ট লেখা পর্যন্ত ১৭৪টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৯৫টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৪১টি আসনে জিতেছে কংগ্রেস। 

আটটি আসনে জয় পেয়েছে সমাজবাদী পার্টি (এসপি), তৃণমূল কংগ্রেস ৩টি, আম আদমি পার্টি (আপ) ৩টি, সিপিআই ৩টি, শিব সেনা ২টি ও জনতা দল (জেডি-এস) দুটি আসনে জয় পেয়েছে। তিনটি আসনে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী।

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর