ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নির্বাচনে কাঙ্ক্ষিত ফল আসেনি, তবুও মোদির কণ্ঠে গৌরবের সুর
অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভা নির্বাচনে বিজয় দাবি করেছেন। যদিও এখনও ভোটের সম্পূর্ণ ফলাফল ঘোষণা করা হয়নি।

তবে সার্বিক হিসাব বলছে, মোদির দল বিজেপি এবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। বিজেপি সবমিলিয়ে ২৪০টি আসন পেতে চলেছে।

তবে দিল্লিতে বিজেপির হেড কোয়ার্টারে দেয়া ভাষণে নিজেদের জয়ী দাবি করেছেন মোদি। তিনি বলেছেন, আজ এক গৌরবোজ্জ্বল দিন। ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) তৃতীয় বারের মতো সরকার গঠন করতে চলেছে। আমরা জনগণের প্রতি কৃতজ্ঞ।’

মোদি আরও বলেছেন, ‘এটা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের বিজয়। এটা দেশের সংবিধানের প্রতি থাকা আস্থার বিজয়। এটা ভারতের ১৪০ কোটি মানুষের বিজয়।’

সরকার গঠন করতে মোদির জোটের চাই ২৭২ আসন। তবে সেই সমীকরণ মেলানো নিয়েও কিছুটা দোলাচলে আছে বিজেপি। অন্যদিকে সরকার গঠনের সম্ভাবনা ক্ষীণ থাকলেও এই ফলাফলকে মোদির নৈতিক পরাজয় বলেই আখ্যা দিয়েছে কংগ্রেস।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর