ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মহারাষ্ট্রে ভরাডুবি, উপমুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন বিজেপির ফড়নবিশ
অনলাইন ডেস্ক
দেবেন্দ্র ফড়নবিশ

মঙ্গলবার ভারতে ১৮তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে দেশটির মহারাষ্ট্র রাজ্যের ফল বিজেপির জন্য হতাশাজনক হয়েছে। ওই রাজ্যে এবার ১৪টি আসন হারিয়েছে দলটি। নির্বাচনের এই ফল ঘোষণার পরদিন বুধবার রাজ্যের উপমুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ। এই দায়িত্ব ছেড়ে বিজেপির সাংগঠনিক কাজে মনোনিবেশ করতে চান তিনি।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আসন্ন বিধানসভা নির্বাচনে দলের ফল আরও ভালো করতে আমি সাংগঠনিক পর্যায়ে কাজ করতে চাই। আমি আমার পুরোটা সময় সংগঠনকে মজবুত করতেই ব্যয় করতে চাই। তাই দলের কেন্দ্রীয় নেতারা আমাকে যেন রাজ্য সরকারের পদের দায়িত্ব থেকে মুক্তি দেন, সে জন্য আমি অনুরোধ করতে যাচ্ছি।”

এবারের নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপি মাত্র ৯টি আসনে জয় পেয়েছে, যা ২০১৯ সালের তুলনায় অনেক কম। তখন দলটি ওই রাজ্যে ২৩টি আসনে জিতেছিল। আর এবারের লোকসভা নির্বাচনে বিজেপি জোট রাজ্যটির মোট ৪৮টি আসনের মধ্যে ১৭টি পেয়েছে। সেটাও ২০১৯ সালের লোকসভা নির্বাচনের তুলনায় বেশ কম। রাজ্যে লোকসভা নির্বাচনে ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে নিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ। সূত্র: হিন্দুস্তান টাইমস

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর