ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইউক্রেনের সংগ্রামকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করলেন জেলেনস্কি
অনলাইন ডেস্ক
ফরাসি সংসদে বক্তব্য দেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভের সংগ্রামকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। ফরাসি আইনপ্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন।

সিএনএনের খবর অনুসারে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার প্যারিসে ফরাসি আইনপ্রণেতাদের উদ্দেশ্যে ভাষণ দেন। এই ভাষণে তিনি রাশিয়ার বিরুদ্ধে তার দেশের লড়াইকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন।

জেলেনস্কি বলেন, “হিটলার একের পর এক রেড লাইন অতিক্রম করেছিলেন। পুতিনও তাই করছেন।” তিনি আরো বলেন, ইউক্রেনীয়রা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রবাহিনীর যোদ্ধাদের উত্তরাধিকারী।

জেলেনস্কির ভাষণটি ফরাসি জাতীয় সংসদে উচ্ছ্বসিত অভ্যর্থনা পায়, এবং আইনপ্রণেতারা তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেন আক্রমণ করেন। আক্রমণের শুরুর দিকে জেলেনস্কি ভিডিওর মাধ্যমে ফরাসি জাতীয় সংসদে ভাষণ দিয়েছিলেন।

শুক্রবার ভাষণে জেলেনস্কি ফরাসি ভাষায় বলেন, “ফ্রান্স, আমি আপনাকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থেকে জীবন রক্ষায় সহায়তা করার জন্য।”

বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা করেন, প্যারিস এবং কিয়েভ একটি চুক্তিতে স্বাক্ষর করবে যাতে ফ্রান্স ইউক্রেনকে মিরাজ ২০০০-৫ যুদ্ধবিমান সরবরাহ করবে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর