ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গাজায় স্কুলে বোমাবর্ষণের পর ফের যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন মালালা
অনলাইন ডেস্ক
মালালা ইউসুফজাই

পাকিস্তানি শিক্ষা অধিকারকর্মী এবং সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই গাজায় ‘তাৎক্ষণিক’ যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। ইসরায়েলি বাহিনী গতকাল জাতিসংঘের একটি স্কুলে হামলা চালিয়েছে, যেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল। ওই হামলার পর মালালা এই আহ্বান পুনর্ব্যক্ত করেন।

মালালা এক্স-এ লিখেন, ইসরায়েলি সামরিক বাহিনী আরেকটি জাতিসংঘ পরিচালিত স্কুলে বোমা মেরেছে, যেখানে শিশুসহ বহু লোক নিহত হয়েছে। উল্লেখ্য, মধ্য গাজার নুসাইরাত শিবিরে অবস্থিত জাতিসংঘ পরিচালিত এই স্কুলটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় স্থানীয় সরকার কর্মকর্তাদের মতে, কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

মালালা লিখেন, ‘আমি আতঙ্কিত যে ইসরায়েল গাজায় আবার একটি স্কুলে বোমা মেরেছে, যেখানে হাজার হাজার সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিল। স্কুলগুলো কখনও টার্গেট হওয়া উচিত নয়। আমি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করছি — আমরা আর কোনো নিরপরাধ মানুষের প্রাণ হারাতে পারি না।’

 সম্প্রতি ভোগ ম্যাগাজিনের সাথে সাক্ষাৎকারে মালালা গাজার ভয়াবহ পরিস্থিতি বিশেষ করে রাফায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞের পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, এখন অত্যন্ত কঠিন সময়, বিশেষ করে গাজায় যা ঘটছে এবং বিশেষ করে এই সপ্তাহে আমরা রাফায় যা দেখেছি তা হৃদয়বিদারক ও ভয়াবহ। এ ধরনের মুহূর্ত প্রত্যক্ষ করা সত্যিই কষ্টদায়ক। মানুষ খুবই রাগান্বিত এবং বিশ্বাস করতে পারছে না যে এ ধরনের ঘটনা আমাদের চোখের সামনেই ঘটছে। সূত্র : জিও

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর