ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফিলিস্তিনকে স্বীকৃতির পক্ষে অধিকাংশ জার্মান নাগরিক
অনলাইন ডেস্ক

সম্প্রতি এক জরিপে দেখা গেছে, জার্মানরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে৷ আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউগভের নতুন এক জরিপে দেখা গেছে, প্রায় ৪০ শতাংশ জার্মান মনে করেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া উচিত৷

 অন্যদিকে ২৭ শতাংশ বলেছেন, তারা এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে৷ ৩৩ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা নিশ্চিত নন।

 জরিপে আরও জানা গেছে, বেশিরভাগ জার্মান গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরোধিতা করেছেন। প্রায় ৫১ শতাংশ বলেছেন, তারা ইসরায়েলের ওপর ইইউর অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে সমর্থন করবেন। মাত্র ২৬ শতাংশ জার্মান এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করেছেন৷

 চ্যান্সেলর ওলাফ শলৎসের মধ্য-বাম-উদারপন্থী জোট সরকার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান বারবার প্রত্যাখ্যান করে বলেছে, এটি সঠিক সময় নয়।

 গত মাসে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর এ সপ্তাহের শুরুতে স্লোভেনিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। 

এদিকে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩৬ হাজার ৭৩১ জন নিহত ও ৮৩ হাজার ৫৩০ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর