ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

লোহিত সাগরে দুই জাহাজের হামলার দাবি হুথির
অনলাইন ডেস্ক
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি

আবারও হিত সাগরে দুটি জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি।

ইয়েমেন-ভিত্তিক গোষ্ঠীর একজন মুখপাত্র দাবি করেছেন, হুথিরা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগরে দুটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, এলবেলা এবং এএএল জেনোআ নামের জাহাজ দুটিকে ‘অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশ নিষিদ্ধ করার আইন লঙ্ঘনকারী সংস্থাগুলোর অন্তর্গত’ বলে লক্ষ্যবস্তু করা হয়।

তিনি বলেন, “আমাদের যোদ্ধাদের অভিযানগুলো ফিলিস্তিনি জনগণকে সমর্থন করা এবং রাফায় শরণার্থীদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ এবং ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান-ব্রিটিশ আগ্রাসনের জবাব দেওয়ার জন্য পরিচালিত হচ্ছে।” সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর