ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইসরায়েলি নৃশংসতায় আরও ২৮৩ ফিলিস্তিনি নিহত
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে শনিবার গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েল। এর পরের দিন তাদের হামলায় নিহত হয়েছে আরও ২৮৩ ফিলিস্তিনি।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে- গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ২৮৩ জন নিহত এবং ৮১৪ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত শনিবার কেন্দ্রীয় গাজা উপত্যকার নুসিরাত ক্যাম্পে চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭৪ জনে পৌঁছেছে। বর্বর ওই হামলায় আরও ৬৯৮ জন আহত হয়েছে, যার মধ্যে গুরুতর আহতরাও রয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ হাজার ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের অধিকাংশ নারী ও শিশু। সূত্র: আনাদোলু এজেন্সি, আল-জাজিরা

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর