ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গাড়িবহরে ইসরায়েলি হামলায় ৩ হিজবুল্লাহ সদস্য নিহত
অনলাইন ডেস্ক
একদল হিজবুল্লাহ যোদ্ধা

লেবাননের উত্তরাঞ্চলে ট্যাংকার বহরে হামলা চালিয়ে হিজবুল্লাহর তিন সদস্যকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের একটি সামরিক সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।

সিরিয়া সীমান্তবর্তী লেবাননের উত্তরাঞ্চলীয় হারমেল জেলার একটি গ্রাম লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েল।

ট্যাংকার ও একটি ভবনের বহর লক্ষ্য করে চালানো নয়টি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় হিজবুল্লাহর তিন সদস্য নিহত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এখনো হতাহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা ইউনিট ৪৪০০ এর একটি সামরিক কম্পাউন্ডে হামলা চালিয়েছে। এটাকে তারা ‘সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর লজিস্টিক্যাল রিইনফোর্সমেন্ট ইউনিট’ হিসাবে বর্ণনা করেছে। 

ইসরায়েলে জানিয়েছে, ‍উত্তর লেবাননের বালবাক এলাকায় সোমবার রাতে ইসরায়েলি সামরিক বাহিনীর হেলিকপ্টার ভূপাতিত করার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।

গত অক্টোবরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করার পর থেকে এর প্রতিবাদে ইসরায়েলে সামরিক বাহিনীর অবস্থান নিশানা করে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলও এর জবাবে লেবাননে পাল্টা হামলা চালিয়ে আসছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। নির্বিচার হামলায় ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগ নারী ও শিশু। সূত্র : আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর