ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইয়েমেনে নৌকাডুবিতে ৩৮ অভিবাসীর প্রাণহানি, নিখোঁজ ১০০
অনলাইন ডেস্ক

ইয়েমেনের এডেনে নৌকাডুবির ঘটনায় হর্ন অফ আফ্রিকা থেকে আগত অন্তত ৩৮ জন অভিবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় ৭৮ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও নৌকায় থাকা প্রায় ১০০ জন এখনো নিখোঁজ রয়েছে। 

মঙ্গলবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

উদ্ধারকারীদের জীবিতরা বলেছেন, নৌকাটিতে প্রায় ২৫০ জন লোক অভিবাসী ছিল। তাদের বহনকারী নৌযানটি প্রবল বাতাসের কারণে ডুবে যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুদুম জেলার পরিচালক হাদি আল-খুরমা বলেন, এডেনের পূর্বে শাবওয়া গভর্নরেটের তীরে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে যায়।

তিনি বলেন, জেলে এবং স্থানীয় বাসিন্দারা ৭৮ জনকে উদ্ধার করতে পারলেও প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন অভিবাসী। নৌকায় থাকা প্রায় ১০০ জন এখনো নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অনুসন্ধান এখনও চলমান রয়েছে।

এডেনের পূর্বে রুদুমের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটিতে যারা ছিল তারা অভিবাসী। তাদের বেশির ভাগই ইথিওপিয়ার বাসিন্দা। যারা উপসাগরীয় রাজ্যগুলিতে পৌঁছানোর জন্য ইয়েমেনকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর হর্ন অফ আফ্রিকা থেকে ৯৭ হাজার অভিবাসী ইয়েমেনে এসেছে।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর