ঢাকা, রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

চীনে ছুরিকাঘাতে আহত ৪ মার্কিন কলেজ ইন্সট্রাকটর
অনলাইন ডেস্ক
আহত একজন

উত্তর-পূর্ব চীনের জিলিন প্রদেশের একটি উন্মুক্ত পার্কে ছুরিকাঘাতে চার মার্কিন নাগরিক আহত হয়েছেন। সোমবার স্থানীয় একটি মন্দির পরিদর্শনের সময় এক ব্যক্তি ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায়।

বিবিসির খবরে বলা হয়েছে, আহত চার আমেরিকান আইওয়া কর্নেল কলেজের ইন্সট্রাকটর। তারা চীনের একটি বিশ্ববিদ্যালয়ে মার্কিন অংশীদারিত্বের অংশ হিসেবে কাজ করছিলেন। আহত অবস্থায় তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভুক্তভোগীদের অবস্থা গুরুতর নয়। তবুও বিশ্লেষকরা ধারণা করছেন, এই ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে। 

চীনা সংবাদমাধ্যমে এ বিষয়ে কোন খবর পাওয়া যায়নি। এছাড়া এ বিষয়ে চীনা কর্তৃপক্ষের কাছ থেকে কোনও বিবৃতিও পাওয়া যায়নি।

তবে আইওয়া গভর্নর কিম রেনল্ডস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ভয়াবহ এই হামলার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

কলেজের এক মুখপাত্র জেন ভিসার জানান, চীনে ছুরিকাঘাতের ঘটনা সম্পর্কে অবগত আছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা। 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর