ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত
অনলাইন ডেস্ক
লেবাননে হামলা করে হিজবুল্লাহ

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি। এর আগে দিনভর উত্তরাঞ্চলীয় ইসরায়েলি জনগোষ্ঠী লক্ষ্য করে প্রায় ৮০টি রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। 

ইরান সমর্থিত গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ লেবাননের আদাচিত শহরের বাসিন্দা তালেব আবদুল্লাহ ‘জেরুজালেমের পথে নিহত হয়েছেন’। ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে উপকূলীয় শহর জুয়াইয়ায় এক বিমান হামলায় আবদুল্লাহ নিহত হন।

হিজবুল্লাহ সমর্থিত আল-আখবার পত্রিকা জানিয়েছে, হামলায় কমপক্ষে আরও চারজন নিহত হয়েছে। 

অন্যদিকে লেবাননের নিরাপত্তা সূত্রগুলি রয়টার্সকে জানিয়েছে, হামলায় হিজবুল্লাহর আরও তিন কর্মী নিহত হয়েছে। ইসরায়েলের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, বৈঠকের সময় হিজবুল্লাহর চার সদস্যকে লক্ষ্যবস্তু করা হয়।

গত অক্টোবরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করার পর থেকে এর প্রতিবাদে ইসরায়েলে সামরিক বাহিনীর অবস্থান নিশানা করে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলও এর জবাবে লেবাননে পাল্টা হামলা চালিয়ে আসছে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর