ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র মহড়া চালাচ্ছে রাশিয়া
অনলাইন ডেস্ক

রাশিয়ার একটি ফ্রিগেট ও পরমাণু শক্তিচালিত সাবমেরিন আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র মহড়া চালাচ্ছে। যুদ্ধজাহাজটি কিউবায় যাওয়ার পথে এই মহড়া চালাচ্ছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাবমেরিন কাজান এবং যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোরশকভের মহড়ায় ৬০০ কিলোমিটারেরও বেশি দূর থেকে শত্রুর লক্ষ্যবস্তুতে উচ্চ-নির্ভুল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

 মন্ত্রণালয় আরও জানিয়েছে, সম্প্রতি এই যুদ্ধ জাহাজ বিমান হামলা প্রতিহতেরও মহড়া দেয়। রুশ এই যুদ্ধজাহাজের বুধবার কিউবায় পৌঁছানোর কথা রয়েছে।

 কিউবা গত সপ্তাহে বলেছে, এই ধরনের সফর হাভানার বন্ধুত্বপূর্ণ দেশগুলির নৌ ইউনিটগুলির সাধারণ অনুশীলন এবং জাহাজগুলিতে কোনও পারমাণবিক অস্ত্র নেই এবং এই অঞ্চলের জন্য কোনও হুমকি নেই।

তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে যখন তীব্র উত্তেজনা চলছে তখন যুক্তরাষ্ট্র এই সফরের দিকে কড়া নজর রাখছে। সূত্র : আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর