ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চীনের কাছে ইরানের তেল বিক্রির ষড়যন্ত্রের দায়ে দুই মার্কিন নাগরিকের কারাদণ্ড
অনলাইন ডেস্ক

ইরানি পেট্রোলিয়াম বিক্রির চেষ্টার অভিযোগে গত নভেম্বরে টেক্সাসের দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যুক্তরাষ্ট্রের একটি আদাল। ওয়াশিংটনের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন এবং অর্থ পাচারের ষড়যন্ত্রের জন্য তাদেরকে ৪৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মার্কিন বিচার বিভাগ এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, চীনা নাগরিক ঝেনিউ ওয়াং (৪৩) এবং টেক্সাসের ম্যাককিনির বাসিন্দা ড্যানিয়েল রে লেন (৪২) ২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইরানের কাছ থেকে নিষিদ্ধ তেল কেনার সুবিধার্থে ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়ানোর জন্য সহ-ষড়যন্ত্রকারীদের সাথে পরিকল্পনা করেছিলেন।

লেন ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত স্ট্যাক রয়্যালটিসের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। স্ট্যাক রয়্যালটি টেক্সাস ভিত্তিক একটি সংস্থা যা বিনিয়োগ তহবিল এবং বেসরকারী ইক্যুইটি গ্রুপগুলিতে তেল ও গ্যাস খনিজ অধিকার বিক্রি করে।

লেনের আইনজীবী পল হেটজনেকার গত বছরের শেষের দিকে রয়টার্সকে বলেছিলেন, মামলাটি ছদ্মবেশী সরকারি এজেন্টদের উপর ভিত্তি করে করা হয়েছিল যারা লেনকে ‘কয়েক মিলিয়ন ডলার লাভ’ করার প্রস্তাব দিয়েছিল।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর