ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চন্দ্রবাবু নাইডু
দীপক দেবনাথ, কলকাতা

টানা দ্বিতীয়বারের মতো ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এন. চন্দ্রবাবু নাইডু। বুধবার বিজয়ওয়াড়ায় শপথ নেন তেলেগু দেশম পার্টির প্রধান নাইডু। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সৈয়দ আবদুল নাজির। চার দশকের রাজনৈতিক জীবনে এ নিয়ে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন তিনি। 

এ দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সড়ক ও পরিবহনমন্ত্রী নীতিন গড়গড়ি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসওয়ান, সাবেক উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, তেলেঙ্গানার সাবেক রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজন। রাজনীতিবিদদের পাশাপাশি শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিল অভিনেতা রজনীকান্ত, পবন কল্যাণের বড় ভাই অভিনেতা কে. চিরঞ্জীবী প্রমুখ। 

এদিন মন্ত্রী হিসেবে মোট ২৩ জন শপথ গ্রহণ করেন। এর মধ্যে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জন সেনা পার্টির প্রধান দক্ষিণের অভিনেতা পবন কল্যাণ, নাইডুর পুত্র নারা লোকেশ। এই মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন বিজেপি বিধায়ক সত্য কুমার যাদব। 

শপথ গ্রহণের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রণাম করতে এগিয়ে যান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এসময় তাকে জড়িয়ে ধরেন মোদি এবং তার পিঠ চাপড়ে দেন।  

প্রায় একমাস আগে অর্থ পাচার সম্পর্কিত মামলায় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর হাতে গ্রেফতার হয়ে কারাগারে যেতে হয়েছিল চন্দ্রবাবু নাইডুকে। এরপর জামিনে মুক্ত হয়েই নির্বাচনে লড়াই করেন নাইডু। বিজেপি এবং জন সেনা পার্টিকে সাথে নিয়ে বিরোধীদের কার্যত ধুলিস্যাৎ করে ক্ষমতায় আসে টিডিপি নেতৃত্বাধীন এনডিএ জোট। 

অন্ধ্রপ্রদেশের ১৭৫টি আসনের মধ্যে টিডিপি নেতৃত্বাধীন এনডিএ জোট ১৬৪ আসনে জয়ী হয়। এর মধ্যে টিডিপি এককভাবে জয় পেয়েছে ১৩৫ আসনে, জন সেনা পার্টি পেয়েছে ২১ টি আসন এবং বিজেপি জয় পেয়েছে ৮টি আসনে। 

বিগত সরকারে থাকা জগন মোহন রেড্ডির নেতৃত্বাধীন ওয়াই.এস.আর কংগ্রেস দল জয়ী হয় মাত্র ১১টি আসনে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর