ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করলেন জেলেনস্কি
অনলাইন ডেস্ক
জেলেনস্কি ও সৌদি যুবরাজ মোহাম্মদ সালমান বৈঠক করেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার তারা জেদ্দায় সাক্ষাৎ করেন বলে সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে।

বৈঠকে সৌদি ও ইউক্রেনের মধ্যকার সম্পর্ক পর্যালোচনা করা হয়। এছাড়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সংকট সমাধানে সকল আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি সৌদি আরবের সমর্থন ও প্রবল আগ্রহের কথা ব্যক্ত করেন।

নেতাদ্বয় সংকটের ফলে মানবিক প্রভাব প্রশমিত করার উপায় নিয়ে আলোচনা করেন। এ বিষয়ে সৌদি আরবের প্রচেষ্টার প্রশংসা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এর আগে বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৌদি আরবের উপকূল শহরে পৌছাঁন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আব্দুল আজিজ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৌদি আরব কৌশলী ভূমিকা নিয়েছে। তারা বিবদমান দুইপক্ষের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখেছে। সৌদির মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন কয়েকবার বন্দী বিনিময় করেছে। সূত্র : আরব নিউজ

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর