ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দাঙ্গার তিন বছর পর ক্যাপিটল হিলে ট্রাম্প
অনলাইন ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে গিয়েছেন। তিন বছর আগে দাঙ্গার পর প্রথমবারের মতো তিনি সেখানে ফিরলেন।

ক্যাপিটল হিলে রিপাবলিক নেতাদের সঙ্গে দেখা করার পরে ট্রাম্প একটি সংগঠনের ২০০ করপোরেট নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। এক বিবৃতিতে সাবেক ডেমোক্রেটিক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, ‘বিদ্রোহের উসকানিদাতা...অপরাধ সংঘটনস্থলে ফিরে আসছেন।’

চলতি বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য মনোনীত এই প্রার্থী ক্যাপিটল হিলে এসে ঐক্যের বার্তা দিয়েছেন। 

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, দলে বড় ধরনের ঐক্য রয়েছে। তার সঙ্গে মতের মিল না হলেও অনুসারী রিপাবলিকানদের পাশে থাকার প্রত্যয় জানান ট্রাম্প।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর