ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আন্তর্জাতিক সম্প্রদায় গাজা যুদ্ধের সমাধান বের করতে ব্যর্থ হয়েছে : জর্ডানের বাদশাহ
অনলাইন ডেস্ক
ইসরায়েলি হামলায় গুরুতর আহত দুই আহত শিশুকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে

জর্ডানের বাদশাহ বলেছেন, গাজা যুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় সমাধান বের করতে ব্যর্থ হয়েছে। ইতালিতে জি-৭ শীর্ষ সম্মেলনে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এই মন্তব্য করেন।

বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ বলেন, ফিলিস্তিনে অব্যাহত দখলদারিত্ব তার অঞ্চলের জন্য সবচেয়ে বড় হুমকি।

পূর্ণ যুদ্ধবিরতির দিকে নিয়ে যেতে পারে এমন একটি চুক্তিতে পৌঁছানোর সর্বশেষ প্রচেষ্টা স্থগিত থাকায় তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি প্রতিষ্ঠায় যথেষ্ট পদক্ষেপ নেয়নি। 

জর্ডানের বাদশাহ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি, ইসরায়েল, এই অঞ্চল ও বিশ্বের নিরাপত্তার নিশ্চয়তা দেয় এমন একমাত্র সমাধান অর্জনে ব্যর্থ হয়েছে।

এদিকে ইতালিতে জি-৭ নেতারা বলছেন, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে গাজায় নির্বিঘ্নে কাজ করতে দিতে হবে।

গাজার বিরুদ্ধে ইজরায়েলের যুদ্ধ ২৫২ তম দিনে প্রবেশ করেছে। দখলদার ইসরায়েল কমপক্ষে ৩৭,২৬৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে যার মধ্যে ৭১ শতাংশ নারী, এবং শিশু। হামলায় ৮৫,১০২ জন আহত হয়েছে। ধ্বংসাবশেষের নীচে ১০,০০০+ মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং ৯,৫০০+ ফিলিস্তিনিকে ইসরায়েল অপহরণ করেছে।  সূত্র : আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর