ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হাসপাতালে ভর্তি অভিষেক
অনলাইন ডেস্ক
অভিষেক ব্যানার্জি। ফাইল ছবি

অস্ত্রোপচারের জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে।

সূত্রের খবর, আজ রবিবার সকালে তিনি বাইপাসের কাছের বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তার শরীরে ছোট অস্ত্রোপচার হওয়ার কথা। অস্ত্রোপচারের পর পরিস্থিতি বুঝে রবিবারই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, অভিষেকের পেটে অস্ত্রোপচার হবে।

গত বুধবার অভিষেক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছিলেন, চিকিৎসার জন্য সংগঠন থেকে ‘ছোট বিরতি’ নিচ্ছেন। রবিবার জানা গেল, ছোট অস্ত্রোপচারের জন্য বাইপাসের কাছের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সূত্রের খবর, একজন প্লাস্টিক সার্জনের অধীনে তিনি ভর্তি রয়েছেন।

প্রসঙ্গত, এর আগে অভিষেকের চোখে কয়েকবার অস্ত্রোপচার হয়েছে। ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে এক দলীয় কর্মিসভা থেকে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন অভিষেক। সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়িতে আচমকা ধাক্কা মেরে উল্টে যায় তৃণমূল এমপির গাড়ি। দুমড়ে যাওয়া গাড়ি থেকে অভিষেককে উদ্ধার করা হয়েছিল অচৈতন্য অবস্থায়। সেই দুর্ঘটনাতে তার বাঁ চোখের নিচে ‘অরবিটাল বোন’ (চোখকে ধরে রাখার হাড়) ভেঙে যায়। এরপর থেকে তিনি দীর্ঘদিন ওই চোখ নিয়ে সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার কারণে তাকে একাধিকবার দুবাইও যেতে হয়েছিল।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর