ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চীনকে আক্রমণ করে জি-৭ এর বিবৃতি, পাল্টা জবাব বেইজিংয়ের
অনলাইন ডেস্ক
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

ইতালিতে সদ্য অনুষ্ঠিত জি-৭ সম্মেলন শেষে জোট নেতারা রাশিয়াকে অস্ত্র তৈরির উপাদান পাঠানো নিয়ে চীনকে সতর্ক করে বিবৃতি দেন। এর জবাবে চীন পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, জি-৭ নেতাদের বিবৃতিতে অহংকার, কুসংস্কার এবং মিথ্যাচারে পরিপূর্ণ।

গত সপ্তাহে জি-৭ নেতারা ইতালিতে সম্মেলন করেন। সম্মেলনে ব্যবসা নিয়ে চীনের সঙ্গে তিক্ত সম্পর্ক, ইউক্রেন এবং দক্ষিণ চীন সাগর নিয়ে উদ্বেগের বিষয়গুলো আলোচনা করা হয়।  জি-৭ সম্মেলন শেষে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, চীন রাশিয়াকে দ্বৈত ব্যবহৃত উপাদান পাঠাচ্ছে যা ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা করছে। 

বিবৃতিতে গত বছরের তুলনায় কঠোর ভাষা ব্যবহার করা হয়। এছাড়া, জি-৭ এর বিবৃতিতে দক্ষিণ চীন সাগরে চীনের সামরিকীকরণ, বলপ্রয়োগ এবং ভীতি প্রদর্শনের নিন্দা জানানো হয়।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, বিবৃতিতে বিদ্বেষ এবং চীনকে আক্রমণ করা হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বিবৃতিটি ক্লিশেতে পূর্ণ যার কোনো প্রকৃত ভিত্তি, কোনো আইনি ভিত্তি এবং কোনো নৈতিক যুক্তি নেই; এটি অহংকার, কুসংস্কার এবং মিথ্যাচারে পরিপূর্ণ।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর