ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইসরায়েলের হামলায় আরও এক ফিলিস্তিনি সাংবাদিক নিহত, মোট ১৫১ জনকে হত্যা
অনলাইন ডেস্ক
ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির মরদেহের কাছে কান্নায় ভেঙে পড়েন তার স্বজন

গাজা সরকার জানিয়েছে, ইসরায়েল ফিলিস্তিনের সাংবাদিক মাহমুদ কাসেমকে হত্যা করেছে। গাজার সরকারি প্রচার মাধ্যমের ডিজিটাল প্রকাশনায় কাজ করতেন সাংবাদিক মাহমুদ কাসেম।

তবে হত্যাকাণ্ডের স্থান ও তারিখ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তার মৃত্যুতে গাজায় ইসরায়েলের যুদ্ধে নিহত সাংবাদিকের সংখ্যা ১৫১ জনে দাঁড়িয়েছে বলে এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছে তারা।

গত ২৪ মে প্যারিসভিত্তিক রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানায়, সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধাপরাধ নিয়ে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে তৃতীয় অভিযোগ দায়ের করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় অব্যাহত নৃশংস আক্রমণের কারণে ইসরায়েল আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে।

গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজায় এখন পর্যন্ত ৩৭,৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু, এবং ৮৫,০০০ এরও বেশি আহত হয়েছে। সূত্র : আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর