ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জামিন পেলেন থাকসিন সিনাওয়াত্রা
অনলাইন ডেস্ক

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা জামিন পেয়েছেন। দেশটির একটি আদালত রাজ পরিবারকে অপমানকর করার মামলায় তাকে জামিন দিয়েছেন। এর আগে এই মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, জামিন পাওয়ার ফলে থাইল্যান্ডের প্রভাবশালী এই বিলনিয়রকে আর বিচারপূর্ব কারাগারে থাকতে হবে না। 

থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের পিউ থাই পার্টির সঙ্গে সম্পৃক্ত। পিউ থাই পার্টি বর্তমান ক্ষমতাসীন সরকারের অংশ। প্রসিকিউটররা তাকে দোষী সাব্যস্ত করেন। তারা বলেছেন, সিনাওয়াত্রা রাজপরিবারের কঠোর আইন ভঙ্গ করেছেন। ২০১৫ সালে গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি রাজ পরিবারের সদস্যদের প্রতি কুৎসা রটনা করেছেন। 

থাকসিন তার বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ৫ লাখ থাই মুদ্রা বাথের বিনিময়ে জামিন পেয়েছেন। এছাড়া তাকে অনুমতি ছাড়া দেশ ত্যাগ না করারও নির্দেশনা দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ আগস্ট।

২০০৬ সালে সেনাবাহিনী কর্তৃক অপসারিত হওয়ার আগে থাকসিন সিনাওয়াত্রা দুইবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৫ বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর গত বছরের  আগস্টে তিনি দেশে ফেরেন। 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর