ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

তীব্র দাবদাহে ভারতে ত্রাহি ত্রাহি দশা
অনলাইন ডেস্ক

তীব্র গরম ভারতে। দেশটির অধিকাংশ এলাকাতেই নিয়মিত বৃষ্টির দেখা মিলছে না। তাই গরম থেকে শীঘ্রই মুক্তি মেলার কোনো সম্ভাবনা নেই।

ভারতের রাজধানী দিল্লিসহ পঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে আবারও তীব্র দাবদাহের চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। 

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজধানী দিল্লিতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে অনুভূত তাপমাত্রা (ফিল্‌স লাইক) ৫০ ডিগ্রি। ফলে গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।

স্থানীয় আবহাওয়া দপ্তরের মতে, দিল্লিতে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল সাড়ে ৬টাতেও তীব্র গরম অনুভূত হচ্ছে। এসিতে কাজ হচ্ছে না। ফ্রিজে রাখা জিনিসপত্রও ঠাণ্ডা হচ্ছে না সহজে।

এছাড়াও উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড-সহ উত্তর ভারতে তাপমাত্রা ৪৬ ডিগ্রির উপরে উঠছে। বিহারে গত ২৪ ঘণ্টায় তীব্র তাপ ও আর্দ্রতার কারণে ২২ জনের মৃত্যু হয়েছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর