ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কিমের দেশে যেখানে থাকবেন পুতিন
অনলাইন ডেস্ক

দুই যুগ পর মিত্র দেশ উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দিনের এই সফরে দেশটিতে তাকে অন্তত এক রাত অবস্থান করতেই হবে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে কুমসুসান গেস্টহাউসে উঠবেন পুতিন। পুরো সফরেই রাশিয়ার প্রেসিডেন্টের আবাসস্থল এই গেস্টহাউস।

২০১৯ সালে রাষ্ট্রীয় সফরে কিমের দেশে গিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। তিনিও থেকেছিলেন কুমসুসানে।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ মঙ্গলবার উত্তর কোরিয়ায় যাচ্ছেন পুতিন। এসময় কিম জং উনের সাথে দ্বিপাক্ষিক স্বার্থগত নানা বিষয়ে আলাপ করবেন কিম, কয়েকটি চুক্তিও হতে পারে।

পুতিন সর্বশেষ উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন ২০০০ সালের জুলাইয়ে। গত বছরের সেপ্টেম্বর রাশিয়ার দূরপ্রাচ্য সফরে গিয়েছিলেন কিম জং-উন। তখন তিনি পুতিনকে পিয়ংইয়ংয়ে আমন্ত্রণ জানান। সেই দাওয়াতে সাড়া দিয়েই দেশটি সফর করছেন পুতিন।  

উত্তর কোরিয়া সফর শেষে আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৯ ও ২০ জুন) ভিয়েতনাম সফরে যাবেন পুতিন।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর