ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা, সেনা কর্মকর্তা নিহত
অনলাইন ডেস্ক

সিরিয়ার কুনেইত্রা ও দারা প্রদেশের সামরিক ঘাঁটিতে ইসরাইলের সামরিক বাহিনী ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। ফেসবুকে এক পোস্টে জানিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়, হামলায় এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন এবং এতে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল নিয়মিতভাবে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে, প্রায়ই ইরান সমর্থিত গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এ বছর এ ধরনের হামলায় ১৭১ যোদ্ধা ও ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এদিকে ইরানের আরেক মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কার্টজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘হিজবুল্লাহ এবং লেবাননের বিরুদ্ধে আমরা খেলার নিয়ম পরিবর্তনের মুহূর্তের খুব কাছাকাছি যাচ্ছি। সর্বাত্মক যুদ্ধে হিজবুল্লাহকে ধ্বংস করা হবে আর লেবানন মারাত্মক আঘাত পাবে।’

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর