ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফিলিপাইনের সেনাদের ওপর ছুরি-কুড়াল দিয়ে আক্রমণ করেছে চীনের সেনারা
অনলাইন ডেস্ক

চীনের কোস্ট গার্ডের নাবিকরা ফিলিপাইনের  নিরস্ত্র সেনাদের ওপর ছুরি ও কুড়াল নিয়ে আক্রমণ করেছে। দক্ষিণ চীনের একটি কৌশলগত প্রবালপ্রাচীরের কাছে এই ঘটনা ঘটে। ম্যানিলা বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করেছে তাতে এই ঘটনা ঘটেছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, সোমবার এই ঘটনা ঘটে। দক্ষিণ চীন সাগরের কৌশলগত অংশবিশেষের মালিকানা নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে সংঘর্ষের এটি সর্বশেষ ঘটনা। চীন সমগ্র দক্ষিণ চীন সাগর নিজেদের বলে দাবি করে।  

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কুড়াল হাতে চীনের সৈনিকরা ফিলিপাইনের সেনাদের হুমকি দিচ্ছেন। ভিডিওতে কয়েকজনকে সংঘর্ষে লিপ্তও দেখা যায়। 

অন্য আরেকটি ভিডিওতে দেখা গেছে, চীনের সেনারা ফিলিপাইনের সেনাদের নৌকায় আঘাত করছেন। আরেকজন সেনাকে নৌযানে ছুরিকাঘাত করতে দেখা যায়। ভিডিওতে ফিলিপাইনের সেনাদের কাছে কোনো অস্ত্র দেখা যায়নি।

চীন তাদের সেনাদের কাছে অস্ত্র থাকার বিষয়টি অস্বীকার করে বলেছে, তাদের সেনারা পেশাদার আচরণ করেছে।   

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, দক্ষিণ চীন সাগরের যে কোনও জায়গায় ফিলিপাইনের পাবলিক জাহাজ, বিমান, সশস্ত্র বাহিনী এবং কোস্টগার্ডের বিরুদ্ধে ‘সশস্ত্র আক্রমণ’ দুই দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি ক্ষতিগ্রস্ত করবে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর