ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফের সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছে উত্তর কোরিয়ার সেনারা
অনলাইন ডেস্ক
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে দুই দেশের সেনারা

উত্তর কোরিয়ার সেনারা ফের সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছে বলে অভিযোগ তুলেছে দক্ষিণ কোরিয়া। দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সেনারা সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে। তাদের সেনারা সতর্কতাসূচক গুলি ছোড়ে। এরপর উত্তর কোরিয়ার সেনারা তাদের পাশে চলে যায়।

খবরে বলা হয়েছে, চলতি মাসে এটা ‘তৃতীয় ঘটনা’। এর আগে গত ৯ জুন সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে উত্তর কোরিয়ার সেনারা। দক্ষিণ কোরিয়ার সেনারা বলেছে, তাদের বিশ্বাস উত্তর কোরিয়ার সেনারা ভুলবশত সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছে।

গত ১৮ জুন দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, সীমান্ত এলাকায় স্থল মাইন বিস্ফোরণে উত্তর কোরিয়ার কয়েকজন আহত বা নিহত হয়েছে। তবে হতাহতের এই ঘটনা কখন ঘটেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সেটা জানায়নি।

কোরিয়ান দ্বীপজুড়ে ডিএমজেড এবং লাইন অব কন্ট্রোল বিশ্বের অন্যতম সুরক্ষিত এবং ল্যান্ড মাইনবিশিষ্ট সীমান্ত।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর