ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইসরায়েলি কারাগারে গাজার ৩৬ বন্দীর মৃত্যু
অনলাইন ডেস্ক

নির্যাতন এবং অতি অমানবিক পরিবেশের কারণে ইসরায়েলি কারাগারে ৭ অক্টোবরের পর গাজা থেকে আটক অন্তত ৩৬ বন্দীর মৃত্যু হয়েছে।  ফিলিস্তিনের মিডিয়া অফিস এই তথ্য জানিয়েছে।

মিডিয়া অফিস আরও জানিয়েছে, ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল থেকে আটক করা আরও ৫৪ জন ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। 

গাজার মিডিয়া অফিস ইসরায়েলের বিরুদ্ধে জোরপূর্বক গুমসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলেছে। ইসরায়েলের কারাগারকে হাজারও ফিলিস্তিনি বন্দীর জন্য ‘গণকবর’ বলেও উল্লেখ করেছে ফিলিস্তিনের মিডিয়া অফিস।

সম্প্রতি মুক্তিপ্রাপ্তদের জবানির আলোকে ফিলিস্তিনের মিডিয়া অফিস ইসরায়েলি কারাগারে অসংখ্য ধরনের নির্যাতন এবং অমানবিক আচরণের তথ্যও প্রকাশ করেছে। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর