ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গাজায় ত্রাণ পরিবহনের সময় জর্ডানের দুই সেনা নিহত
অনলাইন ডেস্ক
ত্রাণ পরিবহনকারী ট্রাক (ফাইল ছবি)

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের সময় দুর্ঘটনায় জর্ডানের দুই সেনা নিহত হয়েছেন।

মানবিক সহায়তা পরিবহনকারী তিনটি ট্রাকের মধ্যে রবিবার এই দুর্ঘটনা ঘটে।

একটি সামরিক সূত্র জর্ডানের জাতীয় টেলিভিশনকে জানিয়েছে, রবিবার মৃত সাগর পারের আল-আদাসিয়া সড়কে তিনটি ট্রাকের মধ্যে একটি দুর্ঘটনা ঘটে।

নিহত দুই সেনার নাম ইমাদ আত্তা আরিফ আল-আরাম এবং ইয়াহিয়া ওসমান ইয়াহিয়া আল-সায়াহ।

এদিকে, দীর্ঘ আট মাসেরও বেশি সময় গাজায় ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলায় এরই মধ্যে ওই উপত্যকায় নিহতের সংখ্যা ৩৭ হাজার ৫৯৮ জন ছাড়িয়ে গেছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৮৬ হাজার ৩২ জনের বেশি। এছাড়াও বহু সংখ্যক মানুষ ইসরায়েলি বোমায় গুড়িয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের তথ্যানুযায়ী, গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর বর্বরতায় গাজার অর্ধেকের বেশি ভবন ধ্বংস হয়েছে। সূত্র: আল-জাজিরা

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর