ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইসরায়েলকে লেবাননের সঙ্গে উত্তেজনা এড়ানোর পরামর্শ দিলেন ব্লিংকেন
অনলাইন ডেস্ক
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের (বামে) সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন

ইসরায়েলকে লেবাননের সঙ্গে উত্তেজনা এড়ানোর পরামর্শ দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

সোমবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে বৈঠকে এই পরামর্শ দেন তিনি।

গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে বৈঠকে মিলিত হন গ্যালান্ট ও ব্লিংকেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েলে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্র দেরি করছে।

ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে অস্বস্তির প্রেক্ষাপটে ওয়াশিংটন সফরে যান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট। তার এই সফরের উদ্দেশ্য হল- সম্পর্কে অস্বস্তি দূর করা।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ব্লিংকেন ও গ্যালান্টের মধ্যে দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়। গাজায় হামাসের হাতে বন্দি থাকা সব জিম্মির মুক্তি নিশ্চিত করাসহ ফিলিস্তিনি জনগণের ভোগান্তি লাঘবে একটি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ কূটনীতি নিয়ে বৈঠকে আলোচনা করেন ব্লিংকেন।

ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সম্প্রতি পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েই চলেছে। এ প্রেক্ষাপটে উত্তেজনা যাতে আর না বাড়ে, সেজন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানায় আমেরিকা। সূত্র: টাইমস অব ইসরায়েল

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর