ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইসরায়েল তার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে, জাতিসংঘ মহাসচিবের অভিযোগ
অনলাইন ডেস্ক
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস (ফাইল ছবি)

ইসরায়েল তার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

গুতেরেস বলেন, “এক জায়গা (ইসরায়েল) থেকে বারবার বলতে শুনেছি, আমি নাকি কখনওই হামাসের (গাজার শাসকগোষ্ঠী) নিন্দা করিনি। আমি নাকি হামাসের সমর্থক।”

জাতিসংঘ মহাসচিব বলেন, “আমি ১০২ বার হামাসের নিন্দা জানিয়েছি। এর মধ্যে ৫১ বার ছিল আনুষ্ঠানিক বক্তব্য। অন্যগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে, যা–ই হোক, শেষ পর্যন্ত সত্য জয়ী হয়।”

তবে গুতেরেসের এমন বক্তব্যের সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরডান। তিনি বলেন, কাজের তুলনায় গুতেরেসের কথা অন্তঃসারশূন্য।

কিছু বিষয় নিয়ে জাতিসংঘের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে অনেক দিন ধরেই নানা টানাপোড়েন চলছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরুর পর তা তলানিতে ঠেকেছে।

ইসরায়েলের অভিযোগ, জাতিসংঘ সব সময় ইহুদিবাদী দেশটির বিরুদ্ধাচারণ করে। জাতিসংঘের কর্মীরাও নাকি হামাসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর হয়ে কাজ করছেন এমন অভিযোগও করে ইসরায়েল।

ইসরায়েলের বিভিন্ন অভিযোগ নিয়ে তদন্ত করছে বৈশ্বিক প্রতিষ্ঠান জাতিসংঘ। কিন্ত জাতিসংঘের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করলেও সেসব বিষয়ে কোনও প্রমাণ কখনও দিতে পারেনি ইসরায়েল। সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর