ঢাকা, মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অসীমের পথ ধরলেন ঔপন্যাসিক ইসমাইল কাদারে
অনলাইন ডেস্ক

আলবেনীয় ঔপন্যাসিক ইসমাইল কাদারে চির অসীমের পথ ধরেছেন। আজ সোমবার এই প্রখ্যাত সাহিত্যিক হৃদরোগে আক্রান্ত হয়ে আলবেনিয়ার রাজধানী তিরানার একটি হাসপাতালে মারা গেছেন।

মৃত্যুকালে এই বিশ্বনন্দিত লেখকের বয়স হয়েছিল ৮৮ বছর।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার আগেই ওপারের পথ ধরেন ইসমাইল।

১৯৩৬ সালের ২৮ জানুয়ারি আলবেনিয়ার গিজিরোকাসটারে ইসমাইল কাদারের জন্ম। তিরানা বিশ্ববিদ্যালয় ও মস্কোর গোর্কি ইনস্টিটিউট অব ওয়ার্ল্ড লিটারেচারে তিনি পড়াশোনা করেছেন। সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। ম্যান বুকারজয়ী ইসমাইল কাদারের নাম নোবেল পুরস্কারের তালিকাতেও বেশ কয়েকবার এসেছিল।

ব্রোকেন এপ্রিল ও দ্য জেনারেল অব দ্য ডেড আর্মির মতো প্রতিবাদী উপন্যাস লিখেছিলেন তিনি। আলবেনিয়ার তৎকালীন কমিউনিস্ট রাষ্ট্র ইসমাইল কাদারেকে দেশদ্রোহী তকমা দিয়েছিল। নব্বই দশকের শুরুতে আলবেনিয়া ছেড়ে ফ্রান্সে চলে পাড়ি জমান কাদারে। এক যুগ পর ২০০২ সালে আবার দেশে ফেরেন।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর