ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যুক্তরাজ্যে ভোটগ্রহণ চলছে, ভাগ্য পরীক্ষায় সুনাক-স্টারমার
অনলাইন ডেস্ক

সাধারণ নির্বাচনে যুক্তরাজ্যের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল সাতটায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে রাত ১০টা পর্যন্ত।

এরইমধ্যে ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছেন। অনেকে পোস্টাল ব্যালটের মাধ্যমেই ভোট দিয়েছেন। কিরবি সিগস্টোন কেন্দ্রে স্ত্রী অক্ষতা মূর্তিকে সাথে নিয়ে ভোট দিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

কোনো ভোটার যদি জরুরি কোনো কারণে সরাসরি কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট না দিতে পারেন, তাদের জন্যও বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। তারা প্রক্সি ভোট দিতে পারবেন। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের আজ যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেল পাঁচটার মধ্যে নিজ নিজ কাউন্সিলের সঙ্গে যোগাযোগ বা অনলাইনে আবেদন করতে বলেছে।

বিভিন্ন জরিপের ফল বলছে, এবারের ভোটে অনেকটা হারের মুখে রয়েছে ক্ষমতাসীন ঋষি সুনাকের দল। লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমারের দিকেই ঝুঁকে আছে জয়ের পাল্লা। তবে কে হাসবেন শেষ হাসি, তা দেখতে ভোটের ফল ঘোষণা পর্যন্ত অপেক্ষার কোনো বিকল্প নেই।

যুক্তরাজ্যে এ বছরই প্রথম সাধারণ নির্বাচনে ভোটারদের ব্যালট পেপার নেওয়ার আগে পরিচয়পত্র দেখাতে হবে। সে ক্ষেত্রে ভোটারদের ছবিযুক্ত পরিচয়পত্র নিয়ে ভোটকেন্দ্রে যেতে বলা হয়েছে। গত ২ মের স্থানীয় সরকার নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন পরিচয়পত্র না নিয়ে ভোটকেন্দ্র গেলে তার ভোটগ্রহণ করেননি কর্মকর্তারা। 

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর