ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জাপানে কয়েক ডজন নতুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান

মার্কিন সামরিক বাহিনী জাপানে কয়েক ডজন নতুন যুদ্ধবিমান পাঠাচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেন্টাগন জানিয়েছে, যৌথ বাহিনীর জন্য ১০ বিলিয়ন ডলারের উন্নীতকরণের অংশ হিসাবে এই যুদ্ধবিমান পাঠানো হচ্ছে। আগামী কয়েক বছরে এই প্রচেষ্টা (যুদ্ধবিমান পাঠানো) চলমান থাকবে।

পেন্টাগন আরও বলেছে, এটি মার্কিন-জাপান জোটের সম্পর্ক জোরদার করবে, আঞ্চলিক প্রতিরোধ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করবে।

সিএনএনের খবর অনুসারে, আধুনিকীকরণের পরিকল্পনায় জাপানের মিসাওয়া বিমান ঘাঁটিতে ৪৮টি পঞ্চম প্রজন্মের এফ-৩৫এ যুদ্ধবিমান এবং ওকিনাওয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ার কাদেনা বিমান ঘাঁটিতে ৩৬টি নতুন এফ-১৫ইএক্স যুদ্ধবিমান মোতায়েন করা হবে।

যুক্তরাষ্ট্র বলেছে, জাপানে যৌথ বাহিনীর সবচেয়ে অত্যাধুনিক কৌশলগত বিমান মোতায়েন জাপানের প্রতিরক্ষা এবং একটি  উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উভয় দেশের অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতি মার্কিন প্রতিশ্রুতি প্রদর্শন করে।

 জাপান বলেছে, দেশটিতে নতুন যুদ্ধবিমান ঘাঁটি স্থাপন করা হলে সেখানে যুক্তরাষ্ট্রের সক্ষমতা বাড়বে। সূত্র : সিএনএন

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর