ঢাকা, রবিবার, ৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘সর্বশক্তিমান ঈশ্বর’ ছাড়া কেউই বাইডেনকে নির্বাচন থেকে সরাতে পারবেন না!
অনলাইন ডেস্ক

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে মরিয়া হয়ে উঠেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নানা বিতর্কের পরও কোনোভাবেই তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে চাইছেন না। এবার বাইডেন ঘোষণা করেছেন, ঈশ্বর ছাড়া তাকে আর কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পথ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে রাজি করাতে পারবেন না।

বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আমার থেকে কোনো ভালো প্রার্থী রয়েছে বলে আমি মনে করি না।’ এসময় ট্রাম্পের সঙ্গে বিতর্কে করতে গিয়ে ধরাশায়ী হওয়ার বিষয়ে তিনি খারাপ আবহাওয়ার কথাও ব্যক্ত করেন।

বাইডেন বলেছেন, ‘যদি সর্বশক্তিমান ঈশ্বর নেমে আসেন এবং বলেন জো দৌড় (প্রেসিডেন্ট নির্বাচন) থেকে বেরিয়ে যাও, তবে আমি এই দৌড় থেকে সরে যাবো।’ তারপর বাইডেন বলেন, ‘সর্বশক্তিমান ঈশ্বর মাটিতে নেমে আসবেন না।’

এ কথা দিয়ে এই মার্কিন বর্ষীয়ান রাজনীতিবিদ বুঝিয়েছেন, তার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার কোনো আশঙ্কাই নেই।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর