ঢাকা, রবিবার, ৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মালয়েশিয়ায় ২০ কেজি কোরবানির মাংস নিয়ে গেলেন এক বাংলাদেশি, তারপর যা ঘটলো...
অনলাইন ডেস্ক

পরিবারের সদস্যদের নিয়ে একসাথে রান্না করে খাওয়ার ইচ্ছে থেকেই এক বাংলাদেশি মালয়েশিয়ায় ২০ কেজি গরুর মাংস নিয়ে গিয়েছিলেন। তবে তার সেই ইচ্ছে শেষ পর্যন্ত পূরণ হয়নি। বিমানবন্দরেই তার সেই ইচ্ছার যবনিকাপাত হয়েছে।

মালয়েশিয়ার বিমানবন্দর কর্তৃপক্ষ সেই মাংস জব্দ করেছে।

মালয়েশিয়ার কোয়ারেন্টাইন এন্ড ইনসপেকশন সার্ভিস ডিপার্টমেন্টের (মাকিস) কর্মকর্তারা পেংকালান চিপার সুলতান ইসমাইল পেত্রা  বিমানবন্দরে ২৬ জুন এই ২০ কেজি গরুর মাংস জব্দ করে।  

কেলাতান মাকিস পরিচালক সাইদ ফুয়াদ সাইদ পুত্রা বলেছেন, বিমানবন্দরের আগমনী হলে সন্ধ্যা ছয়টার দিকে এই গরুর মাংস জব্দ করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।

তিনি বলেন, ‘মাকিস কর্মকর্তারা আগমনী এলাকায় নিয়মিত তল্লাশী করছিলেন। সেখানেই তারা এক যাত্রীর কাছ থেকে খবর পান যে এক ব্যক্তি গরুর মাংস বহন করছে।’

সাইদ ফুয়াদ আরও জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় ৪০ বছর বয়সী ওই ব্যক্তি স্বীকার করেন যে তিনি বাংলাদেশ থেকে কোরবানির মাংস নিয়ে এসেছেন।

মুখ ও পায়ের রোগের সংক্রমণ রোধের পূর্ব ব্যবস্থা হিসেবেই এই মাংস জব্দ করার কথা জানিয়েছেন সাইদ। 

মালয়েশিয়ার আইনে মাকিম (Maqis) পারমিট ছাড়া কোনো ধরনের কৃষিজাত পণ্য বহন করা দণ্ডনীয় অপরাধ। 

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর