ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইসরায়েলি সেনাদের ড্রোন প্রশিক্ষণ দেওয়ার সময় হিজবুল্লাহর হামলায় মার্কিন নাগরিক আহত
অনলাইন ডেস্ক
ড্রোন উড়াচ্ছেন দুই ইসরায়েলি সেনা

লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীকে ড্রোন চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন এক মার্কিন নাগরিক। হিজবুল্লাহার হামলায় এই মার্কিন নাগরিক গুরুতর আহত হয়েছেন।

আল জাজিরার খবর অনুসারে, ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলায় এক মার্কিন নাগরিক আহত হয়েছেন। তিনি ইসরায়েলি রিজার্ভদের ড্রোন ব্যবহার শেখাচ্ছিলেন বলে জানা গেছে। ইসরায়েলের ওয়াইনেট নিউজ সাইট এই খবর দিয়েছে।

ওয়াইনেট জানিয়েছে, রবিবার ইসরায়েলের পশ্চিমাঞ্চলীয় গ্যালিলি অঞ্চলে হামলায় একটি ড্রোন কোম্পানির ৩১ বছর বয়সী ওই মার্কিন কর্মী 'গুরুতর আহত' হয়েছেন।

মার্কিন সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র এক মার্কিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর