ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প
অনলাইন ডেস্ক

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল ৬৩০ কিলোমিটার।

ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি জানিয়েহে, এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি তেমন হবে বলে আশঙ্কা নেই। তবে আফটারশক হতে পারে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বছরের শুরুর দিকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ফিলিপাইনে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, সেই ভূমিকম্পটির মাত্রা ছিল  রিখটার স্কেলে ৬.৭ মাত্রার।

এর আগে গত নভেম্বর মাসে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেই ভূমিকম্পে অন্তত আটজনের প্রাণহানি হয়। এছাড়া ভূকম্পনে আহত হন আরও ১৩ জন এবং অর্ধ-শতাধিক বাড়িঘর এবং অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর