ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সেই বাগদাদির স্ত্রীর মৃত্যুদণ্ড
অনলাইন ডেস্ক
আবু বকর আল-বাগদাদি ও তার স্ত্রী আসমা ফাওজ়ি মুহাম্মদ আল-কুবায়সি

সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রয়াত নেতা আবু বকর আল-বাগদাদির প্রথম স্ত্রী  আসমা ফাওজ়ি  ‍মুহাম্মদ আল-কুবায়সিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ইরাকের একটি আদালত। 

বুধবার দেশটির বিচার বিভাগ এই তথ্য জানিয়েছে।

ইসলামিক স্টেটের সাথে কাজ করা এবং ইয়াজিদি নারীদেরকে তার বাড়িতে আটকে রাখার জন্য বাগদাদির স্ত্রীকে এই দণ্ড দেওয়া হয়েছে। তবে তার নাম প্রকাশ করেনি বিচার বিভাগ।

ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল জানিয়েছে, ইয়াজিদি নারীদের নিনেভেহ গভর্নরেটের পশ্চিমে সিনজার জেলায় ইসলামিক স্টেটের সদস্যরা অপহরণ করেছিল। পরে তাদের মসুলে বাগদাদির স্ত্রীর বাড়িতে বন্দি রাখা হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক আদালতের এক কর্মকর্তা বলেছেন, “ফৌজদারি আদালত বাগদাদির স্ত্রীকে মানবতাবিরোধী অপরাধ এবং ইয়াজিদি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও সন্ত্রাসী সহযোগিতার জন্য মৃত্যুদণ্ড দিয়েছেন।” 

অবশ্য দণ্ড কার্যকরের জন্য রায়ে ইরাকি আপিল আদালতের অনুমোদন লাগবে বলে জানিয়েছেন তিনি।

২০১৪ সালে আবু বকর আল-বাগদাদিকে ইসলামিক স্টেট ইরাকের বিস্তৃত অঞ্চলে খলিফা হিসেবে ঘোষণা দেয়। ২০১৯ সালের নভেম্বরে উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিন বিশেষ বাহিনীর একটি অভিযানে নিহত হন তিনি। সূত্র: বিবিসি, এএফপি

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর