ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মার্কিন ইতিহাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেসব প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট প্রার্থী
অনলাইন ডেস্ক
(বাঁ থেকে) হত্যাকাণ্ডের শিকার মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, জেমস গারফিল্ড, উইলিয়াম ম্যাককিনলে ও জন এফ কেনেডি। ছবি: সংগৃহীত

নির্বাচনী সমাবেশে গিয়ে বন্দুক হামলার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি ডান কানে গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে মঞ্চে বক্তব্য দেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ট্রাম্পকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়। পরে সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ট্রাম্প এখন সুস্থ রয়েছেন।

এদিকে, ট্রাম্পের ওপর হামলাকারী যুবককে গুলি করে হত্যা করেছেন নিরাপত্তা কর্মীরা। ইতোমধ্যে তার পরিচয় জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বন্দুকধারী যুবকের নাম থমাস ম্যাথিউ ক্রুকস। তার বয়স ২০ বছর। সিএনএন- এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলাকারী ক্রুকস পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা।

চলুন জেনে নেওয়া যাক, এর আগে আরও যেসব মার্কিন প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট প্রার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং হত্যাচেষ্টার কবলে পড়েছেন তাদের তালিকা।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে চারজন মার্কিন প্রেসিডেন্ট ও একজন প্রেসিডেন্ট প্রার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

তারা হলেন- ১. প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন (১৮৬৫)। ২. প্রেসিডেন্ট জেমস গারফিল্ড (১৮৮১)। ৩. প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলে (১৯০১)। ৪. প্রেসিডেন্ট জন এফ কেনেডি (১৯৬৫)।  ৫. প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট এফ কেনেডি (১৯৬৮)।

এছাড়া হত্যারচেষ্টার কবলে পড়েছেন আরও পাঁচজন প্রেসিডেন্ট ও দু’জন প্রেসিডেন্ট প্রার্থী। তারা হলেন-

১. প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট (১৯৩৩)। ২. প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান (১৯৫০)। ৩. প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড (১৯৭৫)। ৪. প্রেসিডেন্ট রোনাল্ড রিগান (১৯৮১)। ৫. প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ (২০০৫)। ৬. তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী থিওডোর রুজভেল্ট (১৯১২)। এবং ৭. প্রার্থী জর্জ ওয়ালেস (১৯৭২)। সূত্র: আল-জাজিরা

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর