ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কারাগারে জায়গা নেই, বন্দিদের আগাম মুক্তি দেবে যুক্তরাজ্য
অনলাইন ডেস্ক

কারাগারগুলো জনাকীর্ণ হয়ে পড়ায় বন্দিদের আগাম মুক্তি দেয়ার পথে হাঁটছে যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন বন্দি রাখার স্থান সংকুলান হচ্ছে না। এই সমস্যার সমাধানে সাজা পূরণ হওয়ার আগেই কয়েক হাজার কয়েদিকে মুক্তি দেবে যুক্তরাজ্য। দেশটির নতুন বিচারমন্ত্রী শাবানা মাহমুদ এই ঘোষণা দিয়েছেন।

তিনি জানিয়েছেন, পুরুষ কয়েদিদের জন্য ব্রিটিশ কারাগারগুলোতে মাত্র ৭০০ জায়গা খালি রয়েছে। ২০২৩ সাল থেকেই কারাগারগুলোর ৯৯ শতাংশ ধারণক্ষমতা পূর্ণ হয়ে যায়।

পশ্চিম ইউরোপের মধ্যে ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে মাথাপিছু বন্দির সংখ্যা সবচেয়ে বেশি।

তবে সমস্যা সমাধানে চার বছরের বেশি সাজাপ্রাপ্ত সহিংস অপরাধী, যৌন অপরাধী, গার্হস্থ্য নির্যাতনের অপরাধে সাজাপ্রাপ্ত এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদিদের আগাম মুুক্তি পাবে না।

শাবানা মাহমুদ বলেছেন, কারাগারগুলোতে জায়গা ফুরিয়ে গেলে ‘বিপজ্জনক লোকভর্তি’ গাড়িগুলো সারা দেশে ঘুরে বেড়াতে পারে। কারণ তখন সেগুলোর যাওয়ার কোনো জায়গা থাকবে না।

 

বিডি প্রতিদিন/এনইএচ



এই পাতার আরো খবর