ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নেপালে ১৯ যাত্রী নিয়ে ভেঙে পড়ল উড়োজাহাজ
অনলাইন ডেস্ক

নেপালের কাঠমাণ্ডুতে ভেঙে পড়েছে একটি যাত্রীবাহী উড়োজাহাজ। জানা গেছে, উড়োজাহাজে মোট ১৯ জন যাত্রী ছিলেন। একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। 

বিমানটিতে শুধু এয়ারলাইনসের কারিগরি কর্মীরাই ছিলেন বলে জানা গেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটির পাইলট ক্যাপ্টেন এমআর শাক্যকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন পুলিশ ও দমকলকর্মীরা।

উড্ডয়নের সময়ই বিপত্তি বাধে। যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি ভেঙে পড়ে। জানা গেছে, উড়োজাহাজটিতে মোট ১৯ জন যাত্রী ছিলেন।  ইতোমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে উদ্ধারকাজ।

সুরিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজটি পোখারার দিকে যাচ্ছিলো। স্থানীয় সময় সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। উড্ডয়নের সময়ই বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।

জরুরি সেবাদাতা কর্মীদের নিয়োগ করা হয়েছে। ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর