ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নেতানিয়াহুকে নিজের রিসোর্টে স্বাগত জানানোর অপেক্ষায় ট্রাম্প
অনলাইন ডেস্ক
(বাঁ থেকে) ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফ্লোরিডার পাম বিচে নিজের রিসোর্টে ‘আমন্ত্রণ জানিয়েছেন’দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার তাদের মাঝে বৈঠক হওয়ার কথা রয়েছে।

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প মঙ্গলবার এ খবর জানান।

ট্রাম্প লেখেন, “বিবি নেতানিয়াহুকে ফ্লোরিডার পাম বিচের মার–আ–লাগোতে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।”

নেতানিয়াহুকে সংক্ষেপে ‘বিবি’ নামে ডাকা হয়।

জানা গেছে, স্থানীয় বুধবার মার্কিন কংগ্রেসের কাছে নেতানিয়াহু গাজা যুদ্ধে ইসরায়েলের জন্য নতুন করে সামরিক সহায়তা চাইবেন বলে ধারণা করা হচ্ছে।

এই সফরের সময় ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বৈঠক করার জন্য নেতানিয়াহুকে অনুরোধ জানানো হয় বলে গত সোমবার খবর প্রকাশ করেছে পলিটিকো।

এ বিষয়ে জানতে রয়টার্স থেকে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসে যোগাযোগ করা হয়। কিন্তু তারা মন্তব্য করতে রাজি হয়নি।

ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় নেতানিয়াহুর সঙ্গে তার গভীর মিত্রতা ছিল। তবে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার পর এই দুই নেতা আর মুখোমুখি হননি।

মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের খবর দেওয়া ছাড়াও ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি চিঠি পোস্ট করেন। চিঠিটি ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের লেখা।

পেনসিলভানিয়ায় সমাবেশ চলাকালে ট্রাম্প গুলিবিদ্ধ হওয়ার পরদিন মাহমুদ আব্বাস ট্রাম্পকে ওই চিঠি লেখেন।

ট্রাম্পের পোস্ট করা ওই চিঠিতে আব্বাস রিপাবলিকান দলের প্রার্থীর ‘দৃঢ়তা ও নিরাপত্তা’ কামনা করেন।

একই পোস্টে ট্রাম্প বলেছেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের এবং মধ্যপ্রাচ্যে শান্তির জন্য কাজ করার অপেক্ষায় আছেন। সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর