ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কর বিরোধী আন্দোলন: বিরোধী দলের সদস্যদের যুক্ত করে কেনিয়ায় নতুন মন্ত্রীসভা
অনলাইন ডেস্ক

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুট্টো কর বিরোধী তীব্র আন্দোলনের পর মন্ত্রীসভা ভেঙে দিয়ে নতুন মন্ত্রীসভা গঠন করেছেন। এতে বিরোধী দলের চার সদস্যকে যুক্ত করা হয়েছে। বুধবার তিনি নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন এবং ‘বিস্তৃত'’ সরকার গঠনের প্রতিশ্রুতি দেন।

দুই সপ্তাহ আগে কর বৃদ্ধির একটি আইন পাস হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় এবং তারা রাস্তায় নেমে আসে। কিছু বিক্ষোভকারী সংসদেও প্রবেশ করে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট রুট্টো আইনটি বাতিল করেন, কিন্তু আন্দোলন থামেনি।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, বিরোধী দলের সদস্যদের সরকারে অন্তর্ভুক্ত করলেও সাধারণ মানুষ প্রেসিডেন্ট রুট্টোকে এখনও বিশ্বাস করতে পারছে না। আন্দোলনকারীদের বেশিরভাগই তরুণ, যারা রুট্টোর পদত্যাগের দাবি জানাচ্ছে। তাদের মতে, বিরোধীদের সরকারে যুক্ত করার মাধ্যমে শুধু তাদের সুবিধা হবে, কিন্তু জনগণ বঞ্চিত থাকবে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর