ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মস্কোতে পুতিন-আসাদের বৈঠক
অনলাইন ডেস্ক
বাশার আল আসাদ (বামে) ও ভ্লাদিমির পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। 

মস্কোতে অবস্থিত প্রেসিডেন্টের দাফতরিক ভবন ক্রেমলিনে বুধবার বৈঠকটি হয়।

প্রেসিডেন্টের প্রেস সার্ভিস ওই বৈঠকের কথা নিশ্চিত করেছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে তার ঘনিষ্ঠ মিত্র পুতিন বলেন, “সামগ্রিকভাবে এই অঞ্চলের পরিস্থিতি কিভাবে বিকশিত হচ্ছে, সে বিষয়ে আমি আপনার মতামত জানতে আগ্রহী। দুর্ভাগ্যবশত, বৃদ্ধির দিকে একটি প্রবণতা রয়েছে। আমরা তা দেখতে পাচ্ছি। এটা সরাসরি সিরিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য।”

এ সময় আসাদ বলেন, “আজ গোটা বিশ্বে, বিশেষ করে ইউরেশীয় অঞ্চলে যেসব ঘটনা ঘটছে, সেই বিবেচনায় পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য এবং সম্ভাব্য সম্ভাবনা ও পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য আমাদের আজকের এ বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে।” সূত্র: টাইমস অব ইসরায়েল

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর